নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল বিকেলবেলা বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে পুলিশ তিন জন যুবককে গ্রেফতার করলো। ওই নাবালিকাকে এলাকার একটি জঙ্গলে নিয়ে গিয়ে তিনজন যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। মেয়েটির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর তিন অভিযুক্তকে গ্রেফতার করে ছাতনা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকালে গ্রামের এক যুবকের সঙ্গে জঙ্গলে গিয়েছিল মেয়েটি। অভিযোগ, সেখানে ওই যুবক ও তাঁর দুই বন্ধু পরপর গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন এক নাবালিকা। জঙ্গল থেকে ফিরে নাবালিকা বিষয়টি পরিবারের নজরে আনলে পরিবারের লোকজন ছাতনা থানায় অভিযোগ দায়ের করে। এরপরই ছাতনা থানার পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডিএ ধারায় গনধর্ষণ ও পকসো আইনে নাবালিকাকে যৌন নিগ্রহের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। সরকারি পক্ষের আইনজীবী লক্ষ্মীনারায়ণ গোস্বামী বলেন, “বেলা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনটি আদিবাসী ছেলে এক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। তারপর সে অজ্ঞান হয়ে গেলে হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যায়। পুলিশে খবর যায়। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।”