নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল রাতেরবেলা বীরভূমের রাজনগর থানা এলাকায় পুলিশ ডাকাতদলের তিন জন সদস্যকে পাকড়াও করলো। ধৃতদের সকলের বাড়ি বীরভূমের কাঁকরতলা এলাকায়।
জানা গিয়েছে, এদিন পুলিশের একটি দল রাজনগর থানা এলাকায় টহল দিচ্ছিল। ওই সময় রাজনগরের মুরাদগঞ্জ-আড়ালি রাস্তায় কয়েক জন দু’টি বাইক নিয়ে যাচ্ছিল। যা দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ তাদের পিছু নিচ্ছে দেখেই একটি বাইকে থাকা তিন জন এলোপাথাড়ি গুলি চালায়। কিন্তু পুলিশ পিছু না হটে পাশের থানার পুলিশকে খবর দিলে আরো বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপর সমস্ত বাহিনী গোটা রাস্তা ঘিরে ফেলেন। তার মধ্যেও তিন জন একটি বাইক নিয়ে পালিয়ে যায়। আর বাকি তিন জনকে হাতেনাতে ধরে থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযুক্তদের কাছ থেকে মাদক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ অভিযুক্তদের আদালতে হাজির করানো হয়েছে। আর পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে সেই প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। আপাতত অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে যে, “তারা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল।” ইতিমধ্যে বাকি তিন জন পলাতকের খোঁজ শুরু করা হয়েছে।