Indian Prime Time
True News only ....

শহরের তিনটি হাসপাতালে হদিশ মিলল ৩ জন কোভিড আক্রান্তের

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

রায়া দাসঃ কলকাতাঃ কলকাতার তিনটি হাসপাতালে তিন জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এদের মধ্যে কলকাতার দু’জন বাসিন্দা বেসরকারী হাসপাতালে ভর্তি ও অপর জন ছয় মাস বয়সী বিহারের একটি শিশু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আক্রান্তদের মধ্যে কেউ ওমিক্রনের নতুন উপরূপ জেএন.১-এ আক্রান্ত কিনা, তা জানতে জিনোম সিকোয়েন্সিং করার জন্য তিন জনের নমুনা কল্যাণীর ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

করোনা আক্রান্ত তিন জনের মধ্যে ওই শিশুটি ছাড়া বাকি দু’জন পুরুষ। আজ এক জনের রিপোর্ট এসেছে। অন্য জনের আগেই রিপোর্ট পাওয়া গিয়েছে। গত দু’সপ্তাহে সমগ্র দেশে মোট ষোলো জন করোনা সংক্রমিতদের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে তিনশো জনই কেরলের বাসিন্দা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ছয় জনের মৃত্যু হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আর সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৬৬৯ জন। করোনা ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণ কারণেই বৃদ্ধি পাচ্ছে। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন এই উপরূপ খুব মারাত্মক কিনা এখনো অবধি সেই সম্পর্কে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যদিও দেশে আচমকাই করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে বেশ কয়েকটি রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আবার নতুন করে করোনা সংক্রমণ অতিমারীর স্মৃতি উসকে দিচ্ছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored