নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ ওড়িশার বালেশ্বরের কাছে পুরী যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হুগলীর ব্যান্ডেলের তিন জন বাসিন্দার। মৃতরা হলেন চুঁচুড়ার সোনাটুলি এলাকার বাসিন্দা গাড়িচালক এব্রাহিম গাজির। আর যাত্রীরা হলেন ৪৮ বছর বয়সী পার্বতী দাস ও ৫০ বছর বয়সী শঙ্কর রাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতেরবেলা গাড়িটি ব্যান্ডেলের বালিকাটা এলাকা থেকে দুই জন শিশু সহ মোট আট জন যাত্রীকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এদিন বালেশ্বরের কাছে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যেতেই ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা ওড়িশার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাশাপাশি এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here