নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ এবার রাজ্য পুলিশের এসটিএফের তৎপরতায় (স্পেশাল টাস্ক ফোর্স) পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার হয়েছে তিন জন দুষ্কৃতী। এছাড়া তিনটি পিস্তল, ছ’টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের এক জন বিহারের বাসিন্দা সিরিয়াল মণ্ডল, মুর্শিদাবাদের নওদার বাসিন্দা কওসর শেখ এবং মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা সুদীপ খাঁ।
 
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে রাতেরবেলা ১১টা নাগাদ এসটিএফ কাটোয়া রেল স্টেশনে জিআরপিকে সঙ্গে নিয়ে সিরিয়াল, কওসর ও সুদীপকে আটক করে পরে গ্রেফতার করেন। ইতিমধ্যে ধৃতরা ওই অস্ত্র কি উদ্দেশ্যে নিয়ে ঘুরছিল তা জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
				 
								 
															













