নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ তামিলনাড়ুর নাগাপত্তনমে ২০০ টাকার জাল নোট নিয়ে খাবার ও আইসক্রিম কিনতে গিয়ে গ্রেফতার হলেন তিন জন নাবালক। ধৃতদের কাছ থেকে দুইশো টাকার ৩২ হাজার জাল নোট উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, তিন জনের মধ্যে এক জন কাকার ফোটো স্টুডিয়োতে কাজ করত। আর তার সেখান থেকেই জাল নোট ছাপানোর পরিকল্পনা মাথায় আসে। এরপর তিন জন বন্ধু টাকা ঠিক মতো ছাপানো হয়েছে কি না, বিক্রেতা নকল টাকা ধরতে পারেন কি না, তা পরীক্ষা করার জন্য একটি মেলার ভিড়কে বেছে নিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তাই তিন জন বন্ধু জাল দুইশো টাকার একটি নোট নিয়ে খাবার কেনে। প্রথম বার ধরা না পড়ায় উৎসাহ পেয়ে আরেকটি নোট নিয়ে আইসক্রিম কিনতে যায় কিন্তু আইসক্রিমের দোকানে গিয়ে টাকা দিতেই হাতেনাতে ধরা পড়ে যায়। তারপর ওই দোকানদার পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিন জন ধৃতকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে একটি কম্পিউটার ও একটি কালার প্রিন্টিং মেশিন বাজেয়াপ্ত করেন।
Sponsored Ads
Display Your Ads Here