নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ সাত সকালে আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়ালপুলের একাংশ। দৌলতাবাদের কাছে নির্মীয়মাণ গুরুগ্রাম-দ্বারকা এক্সপ্রেসওয়ের একাংশ ভেঙে পড়ায় গুরুতর আহত হয়েছেন ৩ জন কর্মচারী।
ঘটনার খবর পেয়ে পুলিশ সহ দমকল ও উদ্ধার বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী জানা যায়, গতকাল সকাল সাড়ে ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নির্মীয়মাণ উড়ালপুলের ১০৭ এবং ১০৯ নম্বর পিলারের মাঝখানে উড়ালপুলের একাংশ ভেঙে পড়েছে। বিকট আওয়াজে উড়ালপুলের একাংশ ভেঙে পড়ায় দ্রুত সেখানে এলাকাবাসীরা ছুটে আসেন। শীঘ্রই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে সড়ক ও পরিবহণ মন্ত্রক দ্রুততার সাথে এই এক্সপ্রেসওয়ের কাজ করার নির্দেশ দিয়েছিল। এছাড়া এর আগেও গুরুগ্রাম সোহনা রোডে আরো একটি নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে পড়েছিল।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের ডিরেক্টর নির্মাণ জাম্বুলকর জানিয়েছেন, “এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে”। যদিও হোলির ছুটি উপলক্ষ্যে বেশী কর্মীদের উপস্থিতি না থাকায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।