নিজস্ব সংবাদদাতাঃ হরিদ্বারঃ হরিদ্বারের বুগ্গাওয়ালা এলাকায় সন্ধেবেলা একটি গাছ থেকে বিষাক্ত ফল খেয়ে ফেলে মৃত্যু হয়েছে ৩ জন শিশুর। আর বাকি এক জন শিশু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ওই চার জন শিশু মাঠে একসাথে খেলতে গিয়েছিল। কিন্তু না বুঝতে পেরে একটি গাছ থেকে ফল খেতেই প্রচণ্ড বমি শুরু হয়। এরপর ডায়েরিয়ার লক্ষণও দেখা দেয়। তারপর দ্রুত চার জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন ৩ বছর বয়সী শাজিয়া, ৫ বছর বয়সী বশির ও শবনম মারা যায়।
Sponsored Ads
Display Your Ads Here
আর ৬ বছর বয়সী আসিফা দেহরাদুনের একটি বেসরকারী হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি রয়েছে। পুলিশ খবর পাওয়া মাত্র ওই এলাকায় গিয়ে সমস্ত গাছ কেটে ফেলার ব্যবস্থা করেন। শাজিয়ার কাকা মহম্মদ ফারুক সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, ‘‘আমাদের পরিবার তিন জনকে হারাল। তবে সরকারের তরফ থেকে কোনো আধিকারিক পাশে এসে দাঁড়াননি।’’
Sponsored Ads
Display Your Ads Here