অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও কলকাতায় সাইবার ক্রাইমের সরঞ্জাম উদ্ধার হলো। আজ রাজ্য পুলিশের এসটিএফ কলকাতা বিমানবন্দরের কাছ থেকে তিন জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে ৩ টি সিম বক্স ও সাইবার অপরাধের সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা সিমবক্স প্রযুক্তির মাধ্যমে ইন্টারন্যাশনাল ভয়েস কলকে সিএমএস কলে পরিণত করে অপরাধের কারবার চালাতো। মধ্য কলকাতার তালতলা থানা এলাকায় ঘাঁটি গেড়ে প্রতারণার ছক চালানো হতো।
Sponsored Ads
Display Your Ads Hereএর আগেও এসটিএফ তালতলাতে একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছিল।কলকাতা, নদীয়ার বেথুয়াডহরি এবং উত্তরবঙ্গে এই চক্র ছড়িয়ে ছিল। এমনকি এই চক্রটি বাংলাদেশেও কাজ করতো। এই প্রতারণা চক্রের জাল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে পাশাপাশি এই ঘটনায় কারা জড়িত তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।