মহম্মদ মোখতারঃ বাংলাদেশঃ বাংলাদেশের পদ্মার ইলিশের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে আছে। কিন্তু এবার বাংলাদেশের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এই পদ্মা নদীতে ২৯ কেজি ওজনের একটি বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে।
আজ ভোরবেলা পূর্ব ছিডারচরের উজানের অদূরে পদ্মা নদীতে উজ্জ্বল নামে একজন জেলের জালে এই মাছটি ধরা পড়ে। ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৪০০ টাকায় এই কাতলা মাছটিকে বিক্রি করা হয়। বিশালাকৃতির এই কাতলা মাছটি দেখতে কৌতূহলীদের ভিড় জমে যায়।
মাওয়াঘাটের নাদিম মত্স্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানিয়েছেন, সকালে কাতলা মাছটি পাইকারি দরে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। এরপর মাওয়াঘাটের নাদিম মত্স্য আড়তের মাছ ব্যবসায়ী মহম্মদ জালাল মৃধার আড়ত থেকে ঢাকার এক ব্যবসায়ী ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতলা মাছটি কিনে নেন।
Sponsored Ads
Display Your Ads Here