অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বিকেলবেলা বেলেঘাটা মেন রোডের উপরে রাসমণি বাজারের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে একটি সরকারী ও বেসরকারী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হলেন প্রায় ২৯ জন যাত্রী। আর গুরুতর আহত হয়েছে একটি শিশুও। এই দুর্ঘটনার জেরে দু’টি বাসের ক্ষয়-ক্ষতি হলেও সরকারী বাসটির বেশী ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘‘সরকারী বাসটি তীব্র গতিতে ধর্মতলা থেকে ধামাখালির দিকে যাচ্ছিল। আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ৪৪/১ রুটের একটি বেসরকারী বাসকে মুখোমুখি সজোরে ধাক্কা মারে। এই জোরালো সংঘর্ষের জেরে দু’টি বাসের ভিতরেই যাত্রীরা ছিটকে পড়েন। আবার অনেকে রক্তাক্ত হন।’’
Sponsored Ads
Display Your Ads Here
সংঘর্ষের অভিঘাতে বাসের ভিতর থেকে আসন কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসে। দুর্ঘটনাটি ঘটার সাথে সাথেই প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। এরপর বাসের ভিতর থেকে একে একে যাত্রীদের নামিয়ে আনা হয়। আর গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে বেলেঘাটা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ বেলেঘাটা মেন রোড অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশ ক্রেন এনে বাস দু’টি সরিয়ে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ‘‘সরকারী বাসটির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়া বেলেঘাটা মেন রোডের মতো সংকীর্ণ এবং জনবহুল রাস্তায় বাস সহ বিভিন্ন যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। শীঘ্র পুলিশ প্রশাসনের যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা উচিত।’’
Sponsored Ads
Display Your Ads Here