নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ গুজরাতের ভরুচ জেলায় জম্বুসারের কাছে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ২৮ জন শ্রমিক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়।
কারখানা কর্তৃপক্ষের তরফে জানা গেছে, ওই সময় ২০০০ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু হঠাৎ করে কারখানা থেকে বিষাক্ত গ্যাস বের হওয়ায় দ্রুততার সঙ্গে প্রত্যেক শ্রমিককেই কারখানার বাইরে নিয়ে আসা হয়। ফলে এই দমবন্ধকর পরিস্থিতির মধ্যে অসুস্থ হওয়া শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে চিকিৎসকেরা জানান, “প্রত্যেকের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।” অতিরিক্ত জেলাশাসক এনআর ধন্দল জানান, “কোনো কারণে কারখানার একটি অংশে আগুন লেগেছিল। সেখান থেকেই ব্রোমিন গ্যাস বেরোনোর ফলে এই পরিস্থিতি তৈরী হয়।”