নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ ওয়েনাড়ের বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই আজ ভোরবেলা হিমাচল প্রদেশের মান্ডির থালতুখড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ১ জনের মৃত্যু হয়েছে। আর ৯ জন নিখোঁজ হয়েছে। অন্যদিকে, শিমলা জেলার রামপুরের কাছে সামেজখড় এলাকাতেও মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ১৯ জন নিখোঁজ হয়েছে। আবার গতকাল গভীর রাতেরবেলা কুলুতে একটি বাড়ি ভেঙে পার্বতী নদীর জলে ভেসে গিয়েছে।
সূত্রের খবর, এই ঘটনার পর ইতিমধ্যে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মান্ডিতেও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধার অভিযানে নেমেছে। আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন স্পিতি, কিন্নর ও লাহুল ছাড়া বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি কুলু, কিন্নর, শিমলা, সোলান এবং সিরমোর জেলায় হড়পা বান ও ধস নামার সম্ভাবনার বিষয়েও সতর্ক করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা কংগ্রেস শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সঙ্গে কথা বলেছেন। প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। আর কেন্দ্রের তরফে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়া বিজেপির রাজ্য সভাপতি জয়রাম ঠাকুরের সাথেও কথা বলেছেন। এদিকে এই বিপর্যয়ের ফলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ সঠিক ভাবে জানা যায়নি।