নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ একদিকে যেমন মানুষের শরীরে করোনা সংক্রমণ দেখা দিচ্ছে তেমনই অপরদিকে পশূদের শরীরেও করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যেই চেন্নাইতে চিড়িয়াখানায় ১ টি সিংহী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আর ৯ টি সিংহের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর এবার ২৮ টি হাতি করোনা সংক্রমিত হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, তামিলনাড়ুর নীলগিরি জেলায় ২৮ টি হাতির করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল।
Sponsored Ads
Display Your Ads Here
বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোঝিকমুডি শিবিরে ১৮ টি ছেলে হাতি ও ১০ টি মেয়ে হাতির করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১০ টি হাতি পোষা ছিল। এছাড়া ৫ টি হাতি জঙ্গল সাফারির কাজে লাগানো হতো।
Sponsored Ads
Display Your Ads Here
ওই ২৮ টি হাতির নমুনা সংগ্রহ করে উত্তরপ্রদেশে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্যেই এই করোনা পরীক্ষার রিপোর্ট চলে আসবে। এরপরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here