নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলায় আগুনে ভষ্মীভূত ২৬টি বাড়ি। এর আগে বর্ষার সময় এই বাড়িগুলি গঙ্গার ভাঙনে গ্রাস হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আনুমানিক দুপুর ২টো নাগাদ কোনো একটি বাড়িতে রান্নার সময় আগুন লাগার ঘটনা ঘটে। যা মুহূর্তের পুরো এলাকাকে গ্রাস করে নেয়। আগুনের করাল গ্রাস থেকে একটি পরিবারও নিজেদের কোনো সামগ্রী বাঁচাতে পারেননি।
আগুন লাগার পরই পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা আসেন। আর পুলিশ কর্মীরাও বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পরে জানা গিয়েছে, আগুন লাগার ঘটনাতে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারও ফেটেছে বলে দাবী করা হচ্ছে। ফলে আগুন আরো তীব্রভাবে প্রভাব বিস্তার করেছে। অন্যদিকে, গ্রামপ্রধান পিঙ্কু দাস ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। পাশাপাশি জনপ্রতিনিধি পরিতোষ সরকার প্রশাসনের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন।