নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ করোনা আবহের জেরে লকডাউনের পর বিদ্যালয় চালু হওয়ার পর থেকে কোনো পড়ুয়াই বিদ্যালয় না আসায় জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদ হাওড়া শহর লাগোয়া এলাকার ২৫ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছে। আর ওই সব বিদ্যালয়ের শিক্ষকদেরও অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে।
প্রাথমিক স্কুল শিক্ষা সংসদ সভাপতি কৃষ্ণ ঘোষের জানান, ‘‘বিদ্যালয়গুলি পুরোপুরি ভাবে বন্ধ করা হয়নি। যদি দেখা যায়, ওই এলাকার পড়ুয়ারা ফের বিদ্যালয়গুলিতে পড়তে চাইছে তাহলে বিদ্যালয়গুলি খোলা হবে। আর শিক্ষকদেরও ফিরিয়ে আনা হবে। একটি বিদ্যালয়ের ক্ষেত্রে তেমনটা করাও হয়েছে।’’
উল্লেখ্য, হাওড়ায় ২৯৬৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শহর এলাকার ওই ২৫ টি প্রাথমিক বিদ্যালয়গুলির অধিকাংশই ভাড়া বাড়িতে চলতো। করোনা পরিস্থিতির আগে সেখানে চার-পাঁচ জন খুদে পড়তে আসত।
এরপর লকডাউনের সময় বিদ্যালয়গুলির বাড়ি ভাড়া দেওয়ার পরও বিদ্যালয়গুলি চালু হলে দেখা যায় একজন পড়ুয়াও পড়তে আসছে না। এর জেরেই প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের তরফে ওই বিদ্যালয়গুলিতে তালা দিয়ে দেওয়া হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তবে এই ২৫ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হলেও জেলায় সামগ্রিকভাবে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের সংখ্যা বেড়েছে। লক ডাউন পর্বে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দশ শতাংশ পড়ুয়া বেড়েছে। আগামী দিনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়ার মানোন্নয়ন করে পড়ুয়াদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে।’’
এদিকে ওয়েস্ট বেঙ্গল ট্রেন্ড প্রাইমারি টিচার্স অসোসিয়েশনের সভাপতি পিন্টু পাড়ুই বলেন, ‘‘একথা অনস্বীকার্য যে, সরকারী বিদ্যালয়ের পরিকাঠামোর দিকে নজর না দেওয়ায় বিদ্যালয়গুলি সরকারী থেকে বেসরকারীর দিকে চলে যাওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। তাই বিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়াই একমাত্র সমাধান নয়।
সরকারী বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নতি করতে হবে। পড়ুয়ারা বিদ্যালয়ে আসছে না কেন সেটাও সমীক্ষা করে দেখে সমস্যার সমাধান করতে হবে। না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।’’