ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ গতকাল পাকিস্তানের আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছে ২৩ জনের। পাকিস্তানি তালিবানের শাখা এই বিস্ফোরণের দায় স্বীকার করলেও পাকিস্তানি সেনাবাহিনীর তরফে এখনো অবধি এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।
সেনা সূত্রে জানা গিয়েছে, একটি স্কুলবাড়িতে অস্থায়ী সেনাশিবির তৈরী করা হয়েছিল। এদিন তার সামনে একটি বোমাবোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটে। ফলে বিস্ফোরণের ধাক্কায় স্কুলবাড়ির তিনটি ঘর ভেঙে পড়ায় ২৩ জনের মৃত্যু হয়েছে। আর ২৭ জন আহত হয়েছেন। এই ঘটনার পর ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয়। ও আহতদের হাসপাতালে পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই হামলা চলাকালীন সকলে ঘুমিয়েছিলেন। আর অনেকেই সাধারণ পোশাক পরে থাকায় মৃতেরা সকলে সেনাবাহিনীর সদস্য কিনা, তা জানা যায়নি। পাকিস্তানি তালিবানের নতুন শাখা সংগঠন তেহরিক-এ-জিহাদ এই ঘটনার দায় স্বীকার করে জানায়, ‘‘রাতেরবেলা ২টো ৩০ মিনিট নাগাদ এক জন শহিদ হওয়ার জন্য হামলা শুরু করে। এরপর বাকিরা ওই চত্বরে হামলা শুরু করেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ২০২১ সালে তালিবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে এই হামলার ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞেরা মনে করছেন, আফগানিস্তানে তালিবানের উত্থান দেখে কট্টরপন্থী সংগঠনগুলি অনুপ্রাণিত হয়েছে। তাই সেই দেশ থেকে আমেরিকা বাহিনী প্রত্যাহার করার পর জঙ্গিরা স্বাভাবিক ভাবেই অনেক বেশী সুবিধা পেয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here