বেহাল রাস্তার মেরামতিতে বরাদ্দ হলো ২০০ কোটি

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ পূর্তমন্ত্রী মলয় ঘটক নবান্নে কলকাতা ও রাজ্যের বিভিন্ন রাস্তার মেরামতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন। এই বৈঠকে পূর্ত ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের মাধ্যমে জানানো হয়েছে, “নবান্ন রাস্তার হাল ফেরাতে ২০০ কোটি টাকা ব্যয় করবে। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে পুজোর আগেই জরুরী ভিত্তিতে ধাপে ধাপে রাস্তা মেরামতির কাজ সম্পন্ন হবে”।

দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন রাস্তার বেহাল দশা। এর মধ্যে নিম্নচাপের বৃষ্টিতে রাস্তার আরো ক্ষতি হয়েছে। বিশেষ করে রাজপুর থেকে কমলগাজি অবধি রাস্তার অবস্থা শোচনীয়। একই রকমভাবে বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের যা অবস্থা তাতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। খানাখন্দে ভর্তি রাস্তায় গাড়িতে যাতায়াত করা যাত্রীদের পক্ষে কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।


গাড়ি চালকদের দাবি, অবিলম্বে রাস্তা মেরামতি করা হোক। আর রাস্তা খারাপ হওয়ায় জ্যাম প্রচুর বেড়েছে। অফিসযাত্রী ও অ্যাম্বুলেন্স করে যাওয়া রোগীদের দুর্ভোগের সীমা নেই। এমত পরিস্থিতির জেরে নবান্ন এহেন সিদ্ধান্ত গ্রহণ করলো।


পূর্ত দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যে সব রাস্তার প্যাচওয়ার্ক করা দরকার সেখানে শীঘ্রই কাজ উরু করতে হবে। পুজোর আগে হাতে আর মাত্র কয়েকটা দিন। এরইমধ্যে কতোটা মেরামতি সম্ভব তা নিয়ে সন্দেহ থাকলেও আশা করা হচ্ছে এই পদক্ষেপে নিত্যযাত্রী সহ গাড়ির চালকদের সমস্যার কিছুটা সমাধান হবে।  


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031