নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ দুপুরে মুর্শিদাবাদের একাধিক জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়। আর সাথে তীব্র বজ্রপাত শুরু হয়। এদিন মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছে সজোরে বাজ পড়তেই প্রায় ২০ জন ছাত্র-ছাত্রী আহত হয়। এই ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়।
এই ঘটনার পরেই অভিভাবকরা তাদের সন্তানদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করেন। আপাতত সকলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য যে, এদিনের বৃষ্টিতে ডোমকল হাসপাতাল চত্বরের সামনেও জল জমে যায়।
Sponsored Ads
Display Your Ads Here