নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ তেলঙ্গানার পোন্নাকল গ্রামে এক জন অজ্ঞাতপরিচিত ব্যক্তির গুলিতে প্রাণ হারালো ২০টি পথকুকুর। যাকে কেন্দ্র করে এলাকায় তুমুল শোরগোল ছড়িয়ে পড়েছে।
সূত্রের ভিত্তিতে জানা যায় যে, ওই ব্যক্তি গাড়ি চালিয়ে এসে হঠাৎ করেই একের পর এক পথকুকুরকে গুলি করে গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেলেন। এই ঘটনাটি দেখামাত্র এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে কুড়িটি কুকুরকে উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়া রক্তাক্ত ও আহত অবস্থায় আরো পাঁচটি কুকুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
Sponsored Ads
Display Your Ads Here
ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, কুকুরগুলির শরীর থেকে বুলেট পাওয়া গিয়েছে। কিন্তু এইভাবে কুকুরকে হত্যা করার নেপথ্যে কি কারণ রয়েছে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে। আর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারা (পশুহত্যা এবং অঙ্গচ্ছেদ) সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এমনকি এক জন পঞ্চায়েত কর্মীর অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here