নিজস্ব সংবাদদাতাঃ পাণ্ডবেশ্বরঃ এবার চাকরী পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার ডালুরবাঁধ নিউ সেন্টার এলাকায়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, প্রায় ২ বছর অরুণ ভারতী ও বিন্দু যশোয়ারা নামের দুই প্রতারক নিজেদের আইনজীবী পরিচয় দিয়ে এলাকার অসংখ্য দরিদ্র মানুষের থেকে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী পাইয়ে দেওয়ার নাম করে কারোর কাছে ৫ হাজার তো কারোর কাছে ১০ হাজার টাকা করে নিয়েছেন।
কিন্তু দু’বছর পেরিয়ে গেলেও এলাকার কোনো মানুষ একটাও চাকরী পাননি।
তাই আজ বেলা ১২ টা নাগাদ প্রতারিত বহু পুরুষ এবং মহিলা টাকা ফেরতের দাবীতে অভিযুক্ত অরুণ ভারতী ও বিন্দু যশোয়ারাদের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ শুরু করে বলতে শুরু করেন যে, “চাকরী দিতে হবে না হলে টাকা ফেরত দিতে হবে”।
এই ঘটনায় উত্তেজনা বাড়লে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। বেগতিক বুঝে অভিযুক্তরা এলাকা থেকে চম্পট দেয়। পাণ্ডবেশ্বর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্ত অরুণ ভারতী এবং বিন্দু যশোয়ারার খোঁজে তল্লাশি শুরু করেছে।