Indian Prime Time
True News only ....

গেম খেলার সুযোগে বৃদ্ধের লক্ষাধিক টাকা হাতিয়ে নিল ২ যুবক

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ অবসরের পর মহারাষ্ট্রের গোরোগাঁও পূর্বের ৬৮ বছর বয়সী এক জন বৃদ্ধ এককালীন ২২ লক্ষ টাকা পেয়েছিলেন। কিন্তু ওই বৃদ্ধের কাছ থেকে দুই জন যুবক গেম খেলার অছিলায় ওই টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, প্রকাশ নায়েক অবসরের পর টাকা পেয়ে ব্যাঙ্কে গচ্ছিত রেখেছিলেন। আর প্রতিদিন সকালবেলা প্রকাশবাবু স্থানীয় একটি বাস ডিপোতে গিয়ে কিছুক্ষণ বসার পর আবার বাড়িতে ফিরে আসতেন। ফলে সেখানে অমর গুপ্ত ও শুভম তিওয়ারী নামে দুই যুবকের সাথে পরিচয় হয়। তা ধীরে ধীরে ঘনিষ্ঠতার পর্যায় পৌঁছায়।

তবে একদিন তার কাছ থেকে অমর এবং শুভম ফোন নিয়ে গেম খেলার আবদার করতেই প্রকাশবাবু ওই দুই যুবককে বিশ্বাস করে নিজের মোবাইলটি গেম খেলার জন্য দিয়ে দিতেন। তাতে প্রতিদিনই গেম খেলার অছিলায় মোবাইল নেওয়া শুরু করে। আর প্রকাশবাবুর অ্যাকাউন্ট থেকে অনলাইন অ্যাপের মাধ্যমে প্রথমে অল্প পরিমাণ টাকা নিজেদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কিন্তু তার কোনো সন্দেহ হচ্ছে না দেখে আরো নিশ্চিন্ত হয়ে বেশী পরিমাণে টাকা নিজেদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করে। এভাবে দু’মাসের মধ্যে সব টাকা হাতিয়ে নেয়। এরপর প্রকাশবাবু অ্যাকাউন্টে টাকা কতো আছে তা জানার জন্য দু’মাস পর ব্যাঙ্কে যান গিয়ে জানতে পারেন অ্যাকাউন্ট শূন্য।

তারপর প্রকাশবাবুর অমর ও শুভমের উপর সন্দেহ হতেই পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অমর এবং শুভমকে জিজ্ঞাসাবাদ করতে তারা নিজেদের অপরাধ স্বীকার করা মাত্রই পুলিশ অমর ও শুভমকে গ্রেফতার করেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored