ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করতে না করতেই গতকাল বাংলাদেশের এই সেতু্র ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ যুবকের।
মৃতরা দোহার থানা এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী মহম্মদ ফজলু এবং ২২ বছর বয়সী মহম্মদ আলমগীর হোসেন। এরপর ফজলু ও আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, বন্ধুদের সাথে পদ্মা সেতু দেখতে গিয়ে জাজিরার দিকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনার জেরে ইতিমধ্যে বাংলাদেশ সরকার পদ্মা সেতুতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি এই নিষেধাজ্ঞাই বহাল রাখার কথা বলা হয়েছে।