ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করতে না করতেই গতকাল বাংলাদেশের এই সেতু্র ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ যুবকের।
মৃতরা দোহার থানা এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী মহম্মদ ফজলু এবং ২২ বছর বয়সী মহম্মদ আলমগীর হোসেন। এরপর ফজলু ও আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, বন্ধুদের সাথে পদ্মা সেতু দেখতে গিয়ে জাজিরার দিকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

- Sponsored -
এই ঘটনার জেরে ইতিমধ্যে বাংলাদেশ সরকার পদ্মা সেতুতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি এই নিষেধাজ্ঞাই বহাল রাখার কথা বলা হয়েছে।