নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার উইলিয়াম কেরি সংলগ্ন একটি মিষ্টির দোকানের গোডাউনের ভিতর দম আটকে মৃত্যু হয়েছে ২ জন কারিগরের। আর গুরুতর অসুস্থ হয়ে যায় ৮ জন কর্মী। মৃত কর্মীরা হলো ২১ বছর বয়সী বিধান মণ্ডল ও ২২ বছর বয়সী অতনু রুইদাস। কারিগররা সকলেই বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা।
জানা গেছে, গতকাল রাতেরবেলা মিষ্টির দোকান বন্ধ করার পর ওই দোকানের আট জন কারিগর দোকানের পিছনের ঘরের গোডাউনে ঘুমোতে চলে যান। হঠাৎ মধ্য রাতে সকলের শ্বাস নিতে কষ্ট হলে এক জন কারিগর দোকানের মালিক মিলন মণ্ডলকে ফোন করে বিষয়টি জানান। মিলনবাবু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোডাউনের দরজায় ধাক্কা দিতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন যে ফোন করে ডেকেছিল সে অচেতন অবস্থায় দরজার সামনে পড়ে রয়েছে। তারপর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিধান এবং অতনু মারা যায়। আর বাকি ছয় জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কারিগররা গোডাউনের ভিতর দমবন্ধ হয়ে জ্ঞান হারালো কিভাবে তা নিয়ে কিছু জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
তবে প্রাথমিক ধারণা, গোডাউনের ভিতরে রাখা গ্যাস সিলিন্ডার লিক করতেই গ্যাস গোটা ঘরে ছড়িয়ে গেলে কারিগরদের দম বন্ধ হয়ে যায়। দুর্গাপুর থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আর এই ঘটনার নেপথ্যে অন্য কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে। আসানসোল দুর্গাপুর থানার পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে এই প্রসঙ্গে জানান, ‘‘সম্ভবত মিষ্টির দোকানের উনুনে রাতেরবেলায় কয়লা দিয়ে রাখা হয়, যার বিষাক্ত ধোঁয়া থেকেই এই ঘটনা ঘটেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here