নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের তুরুক-ময়না গ্রামে গোরু চুরির চেষ্টার অভিযোগে গণপ্রহারের জেরে মৃত্যু হয়েছে ২ জনের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল হইচই শুরু হয়। এই ঘটনায় মৃতদের নাম জানা যায়নি। তবে মৃতরা দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা বলে জানা গিয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, ‘‘ন’মাসে পাঁচ বার গ্রামে গোরু চুরির ঘটনা ঘটায় সবাই ক্ষুব্ধ ছিলেন। এদিন ভোরবেলা গ্রামে একটি পিক আপ ভ্যানে করে পাঁচ জন এসেছিলেন। এরপর তারা একটি বাড়ির গোয়ালের দরজার তালা ভাঙার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীরা কয়েক জন টের পেয়ে চোর-চোর বলে চিৎকার করে। আর চোর সন্দেহে তাড়া করেন। তবে তিন জন পালিয়ে যায়। আর বাকি দু’জন পালাতে না পেরে একটি পুকুরে নেমে পড়ে। তখন উত্তেজিত গ্রামবাসী পুকুরটি ঘিরে রেখে দু’জনকে পুকুর থেকে তুলে ব্যাপক মারধর শুরু করেন।
জামালপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে সেখানেই দু’জনেরই মৃত্যু হয়। তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।’’ আপাতত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ গণপ্রহারে মৃত্যুর ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। আর বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।