মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত গোবরডাঙ্গা কলেজিয়েট প্রাইমারী স্কুলের অফিসঘর থেকে একটি স্ট্যান্ড ফ্যান, চল্লিশ ফুটের কলের পাইপ ও অত্যাবশ্যকীয় কিছু সামগ্রী চুরি যায়।
জানা যাচ্ছে, গত ২০ শে জুলাই সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে দেখেন অফিসঘরের তালা ভাঙ্গা আছে। বেশ কিছু সামগ্রীও চুরি হয়ে গেছে। এরপর প্রধান শিক্ষক থানায় এসে সমস্ত ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গোবরডাঙ্গা থানার আধিকারিক কাজল ব্যানার্জির নির্দেশে এসআই ভোলানাথ রায় তদন্তে নামে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে চুরির কোনো কিনারা করা যাচ্ছিল না। গোবরডাঙ্গা পৌরসভার রাস্তায় এবং বিভিন্ন গলির মুখে লাগানো সিসিটিভি পরীক্ষা করে বেশ কিছু সূত্র পাওয়া যায়। তারপর ২৩ শে জুলাই ভোরবেলা ২২ বছর বয়সী গৈপুর নতুনপাড়ার বাসিন্দা রাজেশ দাসকে বাড়িতে চুরি যাওয়া সামগ্রী সমেত হাতেনাতে ধরে ফেলে। এরপরেই রাজেশকে থানায় নিয়ে জেরা করলে ওই দিনের চুরি করার কথা স্বীকার করে।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযুক্ত রাজেশকে বারাসাত আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশী হেফাজতে নিয়ে আবার জিজ্ঞাসাবাদের পর ওইদিন তার সঙ্গে থাকা আরেক সঙ্গী গোবরডাঙ্গা হায়দাদপুরের বাসিন্দা ৩৪ বছর বয়সী অর্ঘ্য দাসকে গতকাল বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ অর্ঘ্যকেও বারাসত আদালতে তোলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here