নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ সকালবেলা বীরভূমের সিউড়ি শহরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন। গুরুতর অবস্থায় চিকিত্সাধীন আরো ৩ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত সকালে একটি প্রাইভেট গাড়ি বীরভূমের দুবরাজপুর থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। সেই সময় সিউড়ি শহরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি বড়ো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের জেরে প্রাইভেট গাড়িটি জাতীয় সড়কের পার্শ্ববর্তী জমিতে গিয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
এর ফলে যাত্রী বোঝাই গাড়িটি রীতিমতো দুমড়ে-মুচড়ে যায়। উপরের খোলনলচে উড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যার জেরে ওই গাড়ির দু’জন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। বিষয়টি প্রত্যক্ষ করে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর সিউড়ি থানার পুলিশও দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। ইতিমধ্যে পুলিশ নিহত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা শুরু করে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
গোটা ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক জুড়ে তীব্র উত্তেজনা তৈরী হয়েছে। এর পাশাপাশি এই ঘটনার কারণে যানচলাচলও ব্যহত হয়।