Indian Prime Time
True News only ....

নন্দীগ্রামে বোমা বাঁধতে গিয়ে আহত ২ জন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ নির্বাচনী পর্ব মিটতে না মিটতেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে উঠেছে। গণনার রাতেই নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের টাকাপুরা গ্রামে মিতালী সংঘ ক্লাবের পাশে বোমা বাঁধতে গিয়ে গোকুল বেরা ও তপন ঢালি নামে দুই জন ব্যক্তি ঝলসে গিয়েছে। এরপর গোকুল এবং তপনকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তৃণমূলের দাবী, ‘‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত।’’ এছাড়া পুলিশ প্রশাসন যাতে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়, সেই আর্জিও জানিয়েছে। পাল্টা বিজেপি এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে দাবী করেছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বিজেপি নেতা প্রলয় পাল এই প্রসঙ্গে জানান, ‘‘ইচ্ছাকৃতভাবে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা ঢুকিয়ে এই নাটকীয় পরিস্থিতি তৈরী করা হয়েছে। এসব তৃণমূলের নাটক তৈরীর একটা অঙ্গ। ওই ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয়। দল এসব বরদাস্ত করে না।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored