নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়কে খড়গপুরগামী হাইপত এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা দিয়ে দোকানে ঢুকে পড়ায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ৫ জন। মৃতরা হলেন ২৭ বছর তুফান ভুঁইয়া ও ৫৮ বছর বয়সী কল্পনা মান্না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন পথচারীকে একেবারে পিষে দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এছাড়া কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনায় ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। পাশাপাশি আহতদের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে দুই জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। এর সাথে সাথে গাড়িটিকেও উদ্ধার করে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে তিনি সামান্য আহত হয়েছেন। এই দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র শোরগোল শুরু হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here