মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল সাতসকালে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ তৈরী হয়। আচমকা দুষ্কৃতীরা সিআরপিএফের পাহারার মধ্যে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা ছুঁড়ে পালিয়ে যায়।
প্রসঙ্গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর থেকেই ভাটপাড়া জগদ্দল এলাকা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে অর্জুন সিং এর বাড়ির সামনে পৌঁছে যায়। জগদ্দল থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্তের ভিত্তিতে আরিফ আলি ও মহম্মদ চাঁদ নামে দু’জনের গ্রেপ্তার করেছে।
মহম্মদ চাঁদ নাবাল হওয়ায় বারাসত আদালতে তোলা হবে এবং আরিফ আলিকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সময় অর্জুন সিং বাড়ি না থাকায় দিল্লি থেকে ফিরেই অর্জুন সিং এই ঘটনার বিষয়ে দাবী করেন, “তৃণমূল ভয় পেয়ে গেছে। তাকে খুনের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার সাথে শাসকদল জড়িত রয়েছে”।
কিন্তু তৃণমূল নেতৃত্ব অর্জুন সিং এর তোলা অভিযোগ অস্বীকার করেছে। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে তুমুল শোরগোল শুরু হয়ে গেছে।