নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ির তিন জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠলো কিশনগঞ্জের এক আইনজীবী সহ দু’জনের বিরুদ্ধে।
ধৃত আইনজীবীর নাম সমীর দুবে ও তার সহকারী ফারুক আলম। বুধবার অভিযুক্ত সমীর দুবে এবং ফারুক আলমকে শিলিগুড়ির ক্রাইম ব্রাঞ্চ কিশনগঞ্জের পুরোনো ট্রেজারি বিল্ডিংয়ের পাশ থেকে গ্রেপ্তার করে। এরপর তারা ওই দু’জনকে কিশনগঞ্জ সদর থানার হাতে তুলে দেওয়ার পর কিশনগঞ্জ সিজেএম আদালতে তোলা হলে তিনদিনের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ির ভক্তিনগর থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
https://www.youtube.com/watch?v=tPNC2k3U2Pg
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
পুলিশ সূত্রে জানা যায়, আইনজীবী সমীর দুবে ও ফারুক আলম ভুয়ো পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীদের কাছ থেকে ৯১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই ঘটনার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে গেলে অবশেষে অভিযুক্তরা গ্রেপ্তার হয়।