অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই থেকে আসা দুই বিমানযাত্রীকে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো। ধৃতদের কাছ থেকে প্রায় ১ কিলো ৬০০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা ওই দুই ব্যক্তির জিন্সের পকেটে সোনার পেস্ট মুড়ে রাখা ছিল। বর্তমানে আন্তর্জাতিক চোরাকারবার চক্র মলমের আকারে সোনা পাচার করছে। বিমানবন্দরে ‘মেটাল ডিটেক্টর’ পরীক্ষায় এটি সহজে ধরা পড়ে না। কিন্তু পাচারের পর খাদ ও রাসায়নিক আলাদা করার জন্য প্রথমে ওই পেস্টকে পাউডারে পরিণত করা হয়। এরপর তা থেকে সোনা আলাদা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
শুল্ক দফতরের একজন আধিকারিক মারধর জানা যায়, ইদানিংকালে সোনা পাচারের নতুন এই প্রক্রিয়াটি বেড়ে গেছে। কারণ এই ভাবে সোনা পাচার করা হলে ধরা পড়ার সম্ভাবনা কম। তাই সোনাকে গলিয়ে এর মধ্যে খাদ এবং বিভিন্ন রাসায়নিক মিশিয়ে এই পেস্ট তৈরী করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, চলতি মাসে তেলঙ্গানার হায়দরাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আসা এক ব্যক্তির পায়ে বাঁধা ব্যান্ডেজ থেকে ৯৭০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার করা হয়েছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা।
Sponsored Ads
Display Your Ads Here