নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্রপ্রকাশ সিংহ ও এসপি (ট্র্যাফিক) আবদেশ পাঠক। পুলিশ সূত্রে জানা গেছে, দেবেন্দ্রপ্রকাশ সিংহ শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে গাড়িতে করে যাওয়ার পথে মালবাজারের ডামডিমে একটি পেট্রোল পাম্পের কাছে ধাক্কা লাগতেই গাড়িটি তিন বার উল্টে যেতেই গাড়িতে থাকা চার জনের মধ্যে আইজি এবং এসপির শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে।
গাড়িচালকও গুরুতর আহত হয়েছেন। এক জন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে মালবাজারের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হলেও উন্নত চিকিৎসার জন্য মাটিগাড়ার একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে৷ দেবেন্দ্রপ্রকাশ সিংহের গাড়ি চালক হিরালাল বাড়ৈ ও নিরাপত্তারক্ষী অরূপ বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ির সেবক রোডের বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুই জন পুলিশ অফিসারের সিটি স্ক্যান হয়েছে। গুরুতর অবস্থার মতো তেমন কিছু লক্ষ করা যায়নি৷ কিন্তু অফিসার আবদেশ পাঠকের ডান হাতে কাচের টুকরো ঢুকেছে। চিকিৎসক পরীক্ষা করছেন। অবশ্য অপারেশন করতে হবে না বলেই মনে করা হচ্ছে।’’