নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ তিন জন নাবালক ভাইকে রাজস্থানের অলওয়ার থেকে অপহরণ করা হয়েছিল। আর দিল্লি থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আর ছোটো ভাইটি কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছে। এই তিন জন অপহৃতরা হলো ৬ বছর বয়সী শিব সিংহ, ৮ বছর বয়সী বিপিন সিংহ ও ১৩ বছর বয়সী আমন সিংহ।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, শিব, বিপিন এবং আমনের বাবা গুসন সিংহকে অভিযুক্তরা ফোন করে মুক্তিপণ দাবী করেন। পুলিশ ওই ফোনের মাধ্যমে খুন ও অপহরণের অভিযোগে বিহারের বাসিন্দা দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছেন। এদের মধ্যে এক জন রাজস্থানের অলওয়ারে কারখানায় কাজ করতেন। আর অন্য জনের একটি দোকান রয়েছে। অভিযুক্তরা অপহৃতদের বাড়ির কাছেই থাকতেন।
অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে যে, “টাকার জন্যই তিন জন ভাইকে দিল্লির মেহরৌলির জঙ্গলে গলা কেটে খুন করে পুঁতে দিয়েছিল।” দিল্লি এবং রাজস্থান পুলিশ জঙ্গলে তল্লাশি শুরু করে আমন ও বিপিনের দেহ উদ্ধার করেন। পরে শিবের খোঁজ পাওয়া যায়। তাকে অপহরণকারীরা মৃত ভেবে ফেলে চলে গিয়েছিলেন। উদ্ধারের পর নিজের এবং বাবার নামও ঠিক করে বলতে পারছিল না।
আপাতত শিবকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। আর অভিযুক্তরা দু’জনেই মাদকাসক্ত থাকায় পুলিশের প্রাথমিক ভাবে ধারণা, মাদকের টাকা জোগাড় করতেই এই অপহরণের কাজটি করা হয়েছিল।