নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরঃ গতকাল বিকেলবেলা পূর্ব মেদিনীপু্রের দীঘা সমুদ্র সৈকত লাগোয়া পদিমা গ্রাম ও পায়ামেদিনীপুর গ্রামের বাসিন্দারা ভয়ঙ্কর দুটি সাপকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল শোরগোল শুরু হয়ে যায়।
এরপর স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় দ্রুত দীঘা বনদপ্তরকে জানানো হয় তারপর বনদপ্তর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই বিষধর বিশালাকার সাপ দুটোকে উদ্ধার করে।
বনদপ্তর সূত্রে জানা যায়, সাপগুলি আসলে বিশালাকৃতির চন্দ্রবোড়া। বনদপ্তরের কর্মীরা ওই চন্দ্রবোড়া সাপ দুটিকে উদ্ধার করার পর জঙ্গলে ছেড়ে দেয়।