নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গত শুক্রবার সকালবেলা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কেন্দামারি থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দরের দিকে যাওয়ার সময় মাঝ সমুদ্রে চড়াতে ধাক্কা লেগে একটি ট্রলার উল্টে দু’জনের মৃত্যু হয় ও তিন জন মৎস্যজীবী নিরাপদ এলাকায় পৌঁছাতে পারলেও সাত জন মৎসজীবীর খোঁজ পাওয়া যায়নি।
জলপথে এবং আকাশপথে তল্লাশি চালালেও সাত মৎস্যজীবীদের সন্ধান পাওয়া যায়নি। শনিবারও স্পিডবোটের মাধ্যমে তল্লাশি চালানো হয়। উপকূলরক্ষী বাহিনী হেলিকপ্টারে মৎস্যজীবীদের সন্ধান চালান। আবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধিরা জলে নেমে মৎস্যজীবীদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, খেজুরির হিজলি ও পেটুয়াঘাটের মধ্যবর্তী যে এলাকায় ট্রলারটি ডুবেছিল, উত্তাল সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় শনিবার সেখান থেকে সেটি ভেসে হয়তো আরো গভীর সমুদ্রের দিকে চলে গিয়েছে। তাই ট্রলারটির প্রকৃত অবস্থান জানা সম্ভব হচ্ছে না।
মৎস্য দপ্তর সূত্রের জানা গিয়েছে, খেজুরির কলাগেছিয়ার দিকে রসুলপুর নদীতে একটি ট্রলারের ভাঙা অংশ দেখতে পাওয়া গিয়েছে। তবে ওই এলাকায় নদী উত্তাল থাকায় উদ্ধারকারী দল সেখানে যেতে পারছেন না। এছাড়া ওই ভাঙা অংশটি দুর্ঘটনাগ্রস্ত ট্রলারেরই কি না সে ব্যাপারেও ধোঁয়াশা রয়েছে।
এদিকে মৎস্যজীবীদের পরিবার-পরিজন পেটুয়াঘাটে ভিড় জমাচ্ছেন। আবার অনেকেই ওই নিখোঁজ মৎস্যজীবীদের ফেরার অপেক্ষায় দিন গুনছেন।