পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে মুরগি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার। মর্মান্তিক এই দুর্ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলা বারুইপুরের রামনগর এলাকার বাসিন্দা মুর্শিদা ঢালি ও শিবানী মণ্ডল নামে ওই দুই জন মহিলা সাইকেলে চড়ে ক্যানিং রোড ধরে ওষুধের কারখানায় কাজ করতে যাচ্ছিলেন।
আর ঠিক সেই সময় ক্যানিংয়ের দিক থেকে আসা একটি মুরগি বোঝাই গাড়িটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে মুর্শিদা এবং শিবানী দেবীকে ধাক্কা মারে এরপর নয়ানজুলিতে উল্টে যায়। এছাড়া এই ঘটনার পরই গাড়ির চালক পালিয়ে যায়।
সজোরে ধাক্কার কারণে শিবানীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতির জন্য আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরের সময় যাওয়ার পথেই মৃত্যু হয়।
তারপর বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে খালাসীকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি পলাতক গাড়ির চালকের সন্ধানে তল্লাশি শুরু করে দিয়েছে।