অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার অন্তর্গত নয়াপট্টিতে এলাকার বেশ কিছু বাচ্চা খেলা করার সময় এক জঞ্জালের স্তূপে আচমকা বিস্ফোরণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় আহত হয়েছে দুই জন শিশু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু বাচ্চা খেলা করার সময় ডাস্টবিনের সামনে রোলের মতো কতগুলো জিনিস পড়ে থাকতে দেখে এক শিশু তা তুলে ছুঁড়ে মারতেই পুরো এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। এরপর সমগ্র এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই ঘটনায় একটা বাচ্চা মাথার একপাশ দিয়ে চুল পুরো পুড়ে কালো হয়েছে। অন্য জনের গালের পাশে লাল হয়ে গেছে।
আহত দু’জন শিশুকেই বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ডগ স্কোয়াড খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে নমুনা স্নগ্রহ করছে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সহ বিধাননগরের বিধায়ক সুজিত বসুও ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
পুলিশের অনুমান, ব্যাটারি ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। সুজিত বসু বলেন, “ভ্যাট পরিষ্কার নিয়ে মানুষের ক্ষোভ থাকতেই পারে। আমি বিষয়টি দেখে নেব। এটা তো কর্পোরেশনের বিষয়। এটা ওদের দেখার কথা। দেখে নিচ্ছি। পুরনিগমের ভোটের সাথে এর কোনো সম্পর্কই নেই। একটা ঘটনা ঘটতেই পারে।”
আগামী ২২ শে জানুয়ারী বিধাননগর পুরনিগমে নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এই ধরনের বিস্ফোরণ স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।