নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার দুই এলাকা থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকাল ইংরেজবাজার থানার অন্তর্গত মালদা মেডিকেল কলেজ চত্বর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে শুভজিৎ বসাক নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুভজিৎ স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যাবেলা শুভজিৎ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। এরপর রাতেরবেলা তাঁর দুই বন্ধু বাড়িতে খোঁজ নিতে আসার কিছুক্ষণ পরই হাসপাতাল থেকে ফোন আসে যে শুভজিৎ এর দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া শুভজিৎ এর মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর তার দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে আজ কালিয়াচক থানার অন্তর্গত যদুপুর নয়াগ্রাম এলাকায় গলায় দড়ি বাঁধা অবস্থায় অপরিচিত এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, প্রায় তিন দিন আগে ওই যুবককে খুন করে ড্রেনে ফেলে দেওয়া হয়। ইতিমধ্যে কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here