নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ হাঁসখালি-কাণ্ডের প্রতিচ্ছবি এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দেখা গেল। গতকাল জেলার শীতগ্রাম পঞ্চায়েত এলাকায় আট বছর বয়সী শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল মোজাফফর আলি নামে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে মোজাফফর শিশুটিকে দোকান থেকে বিস্কুট কিনে আনতে বলে। কথামতো শিশুটি বিস্কুট কিনে নিয়ে ওই যুবকের বাড়িতে যায়। এরপর বাড়ি ফাঁকা থাকার সুযোগে শিশুটিকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর শিশুটি চিৎকার করলে মোজাফফর তার গলায় ছুরি রেখে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
শিশুটির চিৎকার শুনে মোজাফফরের ঠাকুমা ঘরে ঢুকে দু’জনকেই বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গেছে। নির্যাতিতার পরিবার কঠোর শাস্তির দাবী তুলে মোজাফফরের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
আপাতত পুলিশ শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে। এর পাশাপাশি অভিযুক্তের খোঁজে জোরকদমে তল্লাশি চালানো শুরু হয়েছে।