নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ শুক্রবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভলভো বাসে আগুন লেগে ১৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আর অনেকে আহতও হয়েছেন। বাসে দু’জন চালক সহ চল্লিশ জন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, বাসটি হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। কিন্তু আচমকা বাসটি রাস্তায় সামনে থাকা একটি বাইককে ধাক্কা মারতেই বাইকটি বাসের নীচে আটকে সেখান থেকেই আগুন লেগে যায়। এরপর নিমেষে গোটা বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। আর বাসের সামনের অংশে আগুন জ্বলতে শুরু করে। এসি বাস হওয়ায় যাত্রীরা বের হতে পারেনি। যে কয়েকজন জানালা ভাঙতে পেরেছিলেন, তারা কোনোমতে প্রাণে বেঁচে যান। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই সময়ে তুমুল বৃষ্টি হচ্ছিল। দেখতেও সমস্যা হচ্ছিল। সম্ভবত তাই বাসটি বাইকে ধাক্কা মারে। তারপরই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। ইতিমধ্যে পনেরো জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো ও সরকারী সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এক্স হ্যান্ডেলে লেখেন, “কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামেের কাছে বাসে আগুন লাগার ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। সরকার আহতদের সবরকমের সাহায্য করবে।” আবার, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপির সভাপতি জগন্মোহন রেড্ডিও শোক প্রকাশ করে বর্তমান সরকারের কাছে নিহত এবং আহতদের আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here












