নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচলপ্রদেশঃ অরুণাচলের ভারত-চিন সীমান্তের কাছে অর্থাৎ রাজধানী ইটানগর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে কুরুং কুমে জেলায় কাজ করতে গিয়ে নিখোঁজ হলেন ১৯ জন পরিযায়ী শ্রমিক।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, কুমে নদীর ধারে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মৃতদেহ ওই শ্রমিকদের মধ্যে কারোর মৃতদেহ কি না তা খতিয়ে দেখতে পুলিশ একটি দল পাঠিয়েছে। কিন্তু এখনো অবধি ওই দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
উল্লেখ্য যে, ওই নির্মাণকাজের বরাত পাওয়া ঠিকাদার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে, রাস্তার কাজে আসাম থেকে ১৯ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে আসা হয়েছিল। কিন্তু কাউকেই ইদের ছুটি না দেওয়ায় গত ৫ ই জুলাই শ্রমিকরা শিবির ছেড়ে পালিয়ে যান। আর এরপর থেকেই কারোর সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ অভিযোগের ভিত্তিতে একাধিক দল গঠন করে তল্লাশি শুরু করলেও এখনো পর্যন্ত কারোর সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় নিখোঁজ শ্রমিকদের পরিবারও শ্রমিকদের ফেরার আশায় দিন গুনছেন।