ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর আপাতত সেনাবাহিনী বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানিয়ে সব মৃত্যুর বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন। এদিকে যখন গতকাল বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস চলছে, তখন যশোরের চিত্রার মোড়ে অবস্থিত জাবি ইন্টারন্যাশনাল নামে একটি পাঁচতারা হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ১৮ জনের ঝলসে মৃত্যু হয়। আর বহু মানুষ আহত হয়েছেন।
সূত্রের খবর, ওই হোটেলের মালিক শাহীন চাকলাদার আওয়ামি লীগের সদস্য। অভিযোগ, “আন্দোলনকারীদের একাংশ ওই চোদ্দ তলা হোটেলে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। ফলে মুহূর্তের মধ্যে পুরো হোটেলে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের জেরে হোটেলটির নীচ থেকে ওপর অবধি দাউ দাউ করে জ্বলতে থাকে। এদিন রাত প্রায় ১১ টা অবধি ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”