নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ আজ ছত্রিশগঢ়ে নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে ১৮ জন মাওবাদী নিহত হয়েছে। আর ৩ জন জওয়ান আহত হয়েছেন। নিহতদের মধ্যে মাওবাদীদের শীর্ষনেতা শঙ্কর রাও রয়েছে। যার মাথার দাম ২৫ লক্ষ টাকা ছিল। এই কাণ্ডে ঘটনাস্থল থেকে চারটি একে-৪৭ সহ একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, এদিন দুপুরবেলা ১ টা ৩০ মিনিট নাগাদ অভিযান শুরু হয়। জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এই অভিযানে অংশ নিয়েছিল। এদিকে ১৯ শে এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। আর ২৬ শে এপ্রিল কাঙ্কেরে দ্বিতীয় দফায় নির্বাচন। এর আগেই এই ঘটনা। পুলিশের তরফে জানানো হয়েছে, এখনো অবধি কাঙ্কের জেলায় সংঘর্ষ চলছে। তাতে নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
গত মাসে ছত্রিশগঢ়ে বিএসএফ জওয়ান সহ রাজ্যের পুলিশের শাখা ডিআরজি, বস্তার ফাইটারের সাথে মাওবাদীদের সংঘর্ষে এক জন মাওবাদী নিহত হয়েছে। আর এক জন নিরাপত্তারক্ষীও প্রাণ হারিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার করে। আবার গত ফেব্রুয়ারী মাসে এই জেলাতেই নিরাপত্তারক্ষীদের সাথে মাওবাদীদের সংঘর্ষে তিন জন মাওবাদী নিহত হয়েছিল।