পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ বঙ্গোপসাগরের গভীরে ইলিশ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ হয়েছেন কাকদ্বীপ-নামখানা এলাকার ১৮ জন মৎস্যজীবী।
কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ই আগস্ট এফবি সত্যনারায়ণ নামের ট্রলারটি কাকদ্বীপ মৎস্যবন্দর থেকে বঙ্গোপসাগরে গভীরে ইলিশ ধরতে গিয়েছিল। সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরা ট্রলারগুলিকে ১৭ ই আগস্টের মধ্যে কিনারায় ফিরে আসার সতর্কবার্তা দেওয়া হয়।
এরপর ট্রলারটি আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে ফেরার সময় সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত কেঁদো দ্বীপের কাছে ডোবা চরে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছে। এদিকে ওই সময় জঙ্গলঘেরা ওই দ্বীপের কাছে আরো কয়েকটি ট্রলার আশ্রয় নিয়েছিল। সেখানকার কর্মীরাই নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধান করছেন।
এদিন দুপুরবেলা অবধি উপকূলরক্ষী বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে জানা গিয়েছে। কিন্তু যেখানে ১৭ ই আগস্টের মধ্যে সব ট্রলারকে সমুদ্রতীরের কাছে চলে আসার বার্তা দেওয়া হয়েছিল সেখানে ওই ট্রলারটি তা করেনি কেন? সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।