ব্যুরো নিউজঃ উজবেকিস্তানঃ উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যুর ঘটনার জেরে উত্তরপ্রদেশ সরকার নয়ডার ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে সর্দি-কাশির সিরাপ ‘ডক-১ ম্যাক্স’ সহ প্রোপিলিন গ্লাইকলযুক্ত অন্য ওষুধগুলির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
আজ উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (সিডিএসসিও) ও রাজ্যের ‘ড্রাগ কন্ট্রোলিং অ্যান্ড লাইসেন্সিং অথরিটির’ যৌথ বিশেষজ্ঞ তদন্তকারী দল অভিযোগের সত্যতা যাচাই করার পরেই ওই সংস্থাকে সংশ্লিষ্ট ওষুধগুলি উৎপাদনের ছাড়পত্র বহাল রাখার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, উজবেকিস্তানের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ২০১২ সালে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক উজবেকিস্তানে নাম নথিভুক্ত করিয়েছিল। ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরী কাশির সিরাপ খেয়ে এখনো অবধি ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে। বেশ কয়েক জন গুরুতর অসুস্থ হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে তাদের সরবরাহ করা সর্দি-কাশির সিরাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে যে, ওই সর্দি-কাশির সিরাপে প্রোপিলিন গ্লাইকলের মাত্রার তারতম্যের কারণে এমনটা হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here