ব্যুরো নিউজঃ লন্ডনঃ লন্ডনের সলিসবুরিতে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ও গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে সার্ভিসের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের জেরে কমপক্ষে প্রায় ১৭ জন যাত্রী আহত হয়েছেন।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার সময় একটি ট্রেনের সঙ্গে কোনো কিছুর ধাক্কা লাগে। আর সিগন্যালে সমস্যা হওয়ার কারণে তখন অন্য দিক থেকে আসা আরেকটি ট্রেনের সাথে ওই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ইতিমধ্যে দুই ট্রেনের যাত্রীদের উদ্ধারের কাজ চলছে।
ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, “আচমকা তীব্র একটা ঝাঁকুনির পরই সব কিছু অন্ধকার হয়ে যায়। সব কিছু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। প্রথম কয়েক সেকেন্ড কিছুই বোঝা যায়নি। এছাড়া কয়েকজন যাত্রী এই ধাক্কার কারণে ট্রেনের দেওয়ালে ঠোক্কর খান। জ্ঞান ফিরতেই যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে”।