নিজস্ব সংবাদদাতাঃ ওমানঃ আজ সকালবেলাই ওমানের উপকূলে মাঝ সমুদ্রে তেলের ট্যাঙ্কার উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে ৷ ওই ট্যাঙ্কারে মোট ১৬ জন নাবিক ছিলেন বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে ১৩ জনই হলেন ভারতীয় ৷ আর বাকি ৩ জন শ্রীলঙ্কার নাগরিক ৷ বর্তমানে প্রত্যেকেই নিখোঁজ রয়েছেন ৷ উল্লেখ্য যে, এই ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরী হয়েছিল ৷
ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে, তেল ভর্তি ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় ট্যাঙ্কারটি পুরোপুরি জলে ডুবে গিয়েছে। তবে এই দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। ইতিমধ্যে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু তেলের ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রের জলে পড়েছে কিনা, সেই বিষয়েও কিছু জানা যায়নি।