ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ উত্তর আফগানিস্তানের সমঙ্গন প্রদেশের জহিদা মাদ্রাসায় আচমকা বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে প্রায় ১৬ জনের। মৃতদের মধ্যে স্কুল পড়ুয়ারাও রয়েছে। আর আহত হয়েছে অনেকে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, পড়ুয়ারা সহ শিক্ষকবৃন্দ প্রার্থনা সেরে ওঠার সময় তীব্র বিস্ফোরণে এলাকার চারিদিক কেঁপে ওঠে। তবে এখনো অবধি কোনো সংগঠনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি।
তালিবানের তরফ থেকে এই হামলার তদন্ত শুরু করা হয়েছে। যারা এই ঘটনার পিছনে রয়েছেন সরকার অবিলম্বে তাদের শাস্তির আশ্বাস দিয়েছে। তালিবানের মুখপাত্র আব্দুল নফি তাকোর জানান, ‘‘গোয়েন্দা ও নিরাপত্তারক্ষীরা ঘাতকদের শনাক্ত করার চেষ্টা করছে। যারা ক্ষমার অযোগ্য এই অপরাধ করেছেন তাদের শাস্তি হবে।’’
উল্লেখ্য, গত বছর তালিবান আফগানিস্তানে জনগণ নির্বাচিত সরকারকে সরিয়ে রাজধানী কাবুল দখল করেছিল। কিন্তু এরপর থেকে দেশে অশান্তির রেশ লেগেই আছে। শান্তি স্থাপনের আশ্বাস দিলেও সমগ্র দেশে হামলা, গোলাগুলি এবং বিস্ফোরণ লেগেই আছে।