ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি জনবহুল বাজারের সাত নম্বর গেটের কাছে ভয়াবহ আগুন লেগে প্রায় ৩০০ টি দোকান একেবারে পুড়ে ছাই হয়ে যায়। মূলত পুরোনো জামা-কাপড় ও কার্পেট বিক্রির জন্য এই বাজারটির খ্যাতি রয়েছে। তবে এখনো অবধি এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের পরই দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা দমকলের দশটি গাড়ি ঘটনাস্থলে নিয়ে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার উপর থেকে জল ছড়িয়ে দমকল বাহিনীকে সহায়তা করে। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ অগ্নিকাণ্ডের খবর জানার পর বাজারে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেন। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ খান জেলা প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং আধিকারিকদের উদ্ধারকাজে তদারকি করতে বলেছেন। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ যে, “বাজারটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বলে কিছু নেই।”